top of page
Writer's pictureTeam Probashi

স্বল্প খরচে পড়াশুনা করতে পারবেন যে ৫ টি দেশে



বাইরের দেশে পড়াশুনা করতে যাওয়ার স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু সাধ থাকলেও, সাধ্য না থাকায় অনেকেই বাধ্য হন স্বপ্ন ত্যাগ করতে। বর্তমানে বিদেশে বিনা খরচে পড়াশুনা করার সুযোগ আছে অনেকের জন্যেই। বিদেশে পড়তে যাওয়া মানেই অঢেল টাকা খরচ করা নয়। যদি আপনি সঠিক যায়গায় সন্ধান করেন, একটু পরিশ্রম করতে রাজি থাকেন তবে খুবই অল্প খরচে পড়াশুনা করতে চলে যেতে পারেন দেশের বাইরে। যারা বিদেশে পড়তে যেতে আগ্রহী তাদের জন্যই বিশ্বের যে ৫ টি দেশে অল্প খরচে পড়াশুনা করতে পারবেন তার তালিকা দেয়া হলো আমাদের আজকের পোস্টে।


১. নরওয়েঃ


প্রচুর পরিমাণে পাবলিক ইউনিভার্সিটি থাকায় এবং সকল বিদেশি ছাত্রদের জন্য বিনা খরচে পড়ার ব্যবস্থা থাকায় নরওয়ে হয়ে উঠেছে বিদেশি ছাত্রদের পড়াশুনার জন্য স্বর্গ। আপনাকে অবশ্য একটি সেমিস্টার ফি দিতে হবে, ৩৫ থেকে ৭০ ইউরোর মত খরচ পড়বে। এওছাড়া মাসিক থাকা খাওয়ায় এক থেকে দুই হাজার ইউরো খরচ হবে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রয়েছে টিউশন ফি, যদিও তা অন্যান্য দেশের তুলনায় কম। বছরে সাত থেকে দশ হাজার ইউরো এর মত খরচ হতে পারে।


২. জার্মানিঃ


ইউরোপে উচ্চশিক্ষার জন্য প্রধান দেশ জার্মানি। সামান্য রেজিস্ট্রেশন ফি দিলেই আপনি পোস্ট-গ্র্যাজুয়েট পর্যায় পর্যন্ত পড়াশোনা করতে পারবেন এখানে। তবে আপনাকে জানতে হবে জার্মান ভাষা।


৩. পোল্যান্ডঃ


পোল্যান্ডের পাবলিক ইউনিভার্সিটিতে খুবই সামান্য খরচে ভর্তি হওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন স্কলারশিপের সুযোগ। আই.ই.এল.টি.এস ছারাই পাবলিক ইউনিভার্সিটিতে সহজেই আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক অনেক ছাত্রছাত্রীদের কাছে এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো আগ্রহের হয়ে থাকে।


৪. স্পেনঃ


স্পেনের পড়াশোনার খরচ খুবই কম। বছরে এক থেকে তিন হাজার ডলার খরচ করলেই এখানের পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারবেন আপনি। থাকার খরচ অবশ্য সেই তুলনায় একটু বেশি, বছরে বারো থেকে চোদ্দ হাজার ডলারের মত।


৫. চেক রিপাবলিকঃ


চেক ভাষা জানা থাকলে বিনা খরচে পড়াশুনা করা যাবে এখানে। কিন্তু শুধুমাত্র ইংরেজি জানলেও আপনি স্বল্প ব্যায়ে পড়তে পারবেন। বিষয়ভেদে ৫,০০০ থেকে ১৫,০০০ ডলারের মত খরচ হতে পারে। থাকা খাওয়ার খরচও অনেক ইউরোপিয়ান দেশের তুলনায় এখানে কম, বছরে ৯,০০০ ডলারের মত।



 

আমাদের মোবাইল অ্যাপটি গুগোল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন: https://play.google.com/store/apps/details?id=com.agl.probashi

7 views

Comments


bottom of page